1. ayanabirbd@gmail.com : সামিয়া মাহজাবিন :
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:৫৭ অপরাহ্ন

ঝর্ণার বাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টি নন্দন আমের মুকুল

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী প্রতিনিধি
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

সমস্ত বাড়ির আঙিনা জুড়েই শোভা পাচ্ছে নানা জাতের ফলজ বৃক্ষ। এর মধ্যে বাহারী জাতের আমের মুকুল নজর কাড়ছে সকলের।

ফাগুন আসার আগেই মুকুলের সমারোহ। আর এমনই একটি ফলজ বৃক্ষের বাগান করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের এক সংবাদকর্মীর সহধর্মীনি ঝর্ণা বেগম।

ঝর্না বাড়ির আঙিনায় লাগিয়েছেন নানা প্রজাতির আমের গাছ।
যেমন হিমসাগর, আমরূপালি, লেংড়া, ফজলি ও বারোমাসি। এর অধিকাংশ গাছে এখন মুকুল ধরেছে।

শোভা পাচ্ছে বাড়ির আঙিনায়। এছাড়া রয়েছে, মাল্টা, জামরুল, আপেলকুল ও সফেদাগাছ।

আবহাওয়া ভালো থাকলে ফলন আশানুরূপ হবে বলে জানা গেছে। বৃক্ষপ্রেমী ঝর্না বেগম বলেন, আমার বাগান জুড়েই এখন সবুজের হাত ছানি। নিজের রোপন করা গাছের বিষমুক্ত ফল খেতে হলে। তিনি সকলকে গাছ লাগাবার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর