অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ‘১৬ আনাই বাঙালিয়ানা’ স্লোগানকে সামনে রেখে আজ ৩০ নভেম্বর, ২০২০ সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে অফিসিয়ালি পরীক্ষামূলক সম্প্রচারে যুক্ত হলো রূপসী বাংলা মিডিয়া লিমিটেড-এর ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা লাইফস্টাইল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ইউটিভি’। ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্ক থেকে পাঁচটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে চ্যানেলটি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের দেশ বিনির্মানের যে গল্প লেখা হয়েছিলো তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউটিভি তার অনুষ্ঠানমালা সাজিয়েছে। ২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, সিনেমা, টকশো, লাইভ ইভেন্ট, রিয়্যালিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করাই হচ্ছে এই চ্যানেলের মূল লক্ষ্য।
সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। শুরুতেই চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুলসংখ্যক দর্শক দেখতে পাবেন ইউটিভি। সর্বাধুনিক এফ এইচডি প্রযুক্তি ব্যবহার এবং রিভ পি নাইন এবং সিক্সে ট্রান্সমিশন হওয়ার কারনে পিকচার কোয়ালিটি হয়েছে খুব ঝকঝকে।
Leave a Reply