মদ পাচারের অভিযোগে তিন চায়নিজ ও দুই বাংলাদেশী নাগরিককে আটক করে মোংলা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড (পশ্চিম জোন)। সোমবার দুপুরের প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্থান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনশ’ বোতর চায়নামদও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চায়নিজ নাগরিক জেরী (২৬), পিতাঃ জে সন, জ্যাক জিয়া (৩৩), পিতাঃ পিং জ্যাক জিয়াও চ্যাং, ফু (৩৩), পিতাঃ লিং হং, বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটার্গা রোডের মনসুর আহম্মদের ছেলে হাসনাত (২৮), বাগেরহাটে জেলার মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের মোঃ আফজাল সিকদারের ছেলে মোঃ রুমন সিকদার (৩২)।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর থেকে পাঠানো এক ইমেল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ই-মেইল বার্তায় জানানো হয়Ñ রোববার দিবাগত রাত বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযান দল বাগেরহাট জেলার মোংলা থানার পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনশ’ বোতল চায়না মদসহ তিন চায়নিজ ও দুই বাংলাদেশী নাগরিককে তারা আটক করেছে।
জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট বিএন ইমতিয়াজ আলম বলেন‘ তিন চায়নিজ ও দুই বাংলাদেশীর মাদক পাচার তারা দক্ষতার সাথে রুখে দিতে সক্ষম হয়েছেন।
এ মাদকের চালান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জানিয়ে ইমতিয়াজ আরো বলেন, আটককৃত মদ ও আসামীদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোমবার দুপুরে হস্তান্তর করা হয়েছে ।
কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবেও জানান এ অফিসার।
@utv.click এর অনলাইন সাইটে প্রকাশিত কোন কন্টেন্ট, খবর, ফুটেজ কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply